টাঙ্গাইলের কালিহাতীতে এক কৃষকের ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের পাছ জোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কালিহাতী উপজেলার পাছ জোয়ার গ্রামের মৃত আজিজুলের ছেলে হুমায়ুন তিন মাস পূর্বে নিজস্ব জমিতে ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপির চারা লাগান। দীর্ঘ তিন মাস পরিচর্যার পর এখন বাজারজাত করণের সময়। কিন্তু হঠাৎ শনিবার রাতে কে বা কারা তার রোপণকৃত ৪ হাজার ফুলকপি কেটে নিয়ে যায়।
কৃষক হুমায়ুন জানান, আমি প্রতি বছর আমার জমিতে সবজি চাষ করি। এ বছর ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপি চারা লাগিয়ে ছিলাম। এখন বাজারে বিক্রি করার সময়। রবিবার ক্ষেতে এসে দেখি সবজি ক্ষেতে গাছ আছে কিন্তু একটাও ফুলকপি নেই। কে বা কারা কেটে নিয়ে গেছে। আমার সব শেষ করে দিয়েছে। আমার এত বড় ক্ষতি কে করলো। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন-এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। তবে ঘটনাটি খুবই দু:খজনক। কৃষকটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে।
এ ব্যাপারে কালিহাতি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান অভিযোগ পেলে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের শাসন প্রতিষ্ঠত করবো
