সোমবার(১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী মো: শাহরেজা আমীন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নথি পরিদর্শন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতকে সচল ও গতিশীল করতে যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
