বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বুধবার বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা একই দিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক, ট্রাক অফিস ও কয়েকটি দোকানো ভাঙচুর করা হয়েছে।
