শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কালিহাতীতে কিশোর গ্যাং এর হামলায় নি-হ- ত ১

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর শাহীন(১৭) বীরবাসিন্দা গ্রামের প্রভাসী আব্দুল্লাহ ছেলে, মায়ের সাথে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করতো।
পরিবার জানান, শুক্রবার সন্ধায় বাড়ির পাশে পরিত্যক্ত অটো রাইস মিলে ক্রিকেট খেলার কথা বলে  ডেকে নিয়ে যায় আজিজ নামের এক ছেলে। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মধ্যে কথা কাটাকাটি হয় একই গ্রামের আয়নালের ছেলে দেলুয়ারের সাথে । একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হয় কিশোর শাহীন। 
পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহীনের মামী জানান, শাহীনকে ডেকে নিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে, পরে তাকে বিষ খাওয়াইছে। তারা খুব প্রভাবশালী হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে দেলুয়ারের দাদা করিম জানান, যখন আমি শুনেছি খেলা নিয়ে মারামারি ঘটনা ঘটেছে তার পরেই আমার নাতীকে শাসন করেছি। পরে শাহীনের বাড়ীতে গিয়ে শাহীনকে বুঝিয়ে এসেছি। পরে রাতেই শুনতে পারি শাহীন নাকি বিষ খেয়েছে এইটুকুই আমি জানি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি  লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নি"হতের স্বজনরা বলেন আমরা ন্যায় বিচার পাবো না,ওরা খুব প্রভাবশালী, ডিবি গেয়ান্দা,পিবিআই এবং টাংগাইল জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ন্যায়,বিচার পাওয়ার।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership