টাংগাইল প্রতিনিধি ঃসাইদুর রহমান সমীরঃ টাংগাইলের কালিহাতি উপজেলারয় দশকিয়া ইউনিয়নে মগড়া গ্রামে সাবেক মন্ত্রী ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজের কন্যা ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা শারদীয় দুর্গ পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ বিতারন করেন বেশ কিছু পূজা মন্ডপে।উজ্জয়িনী মহিলা পরিষদ এর নারীদের উপহার হিসাবে ১৪ নারীর মাঝে শাড়ী প্রদান করেন।১১টি পূজা মন্ডপ পায়ে হেটে হেটে ঘুরেফিরে দেখেন এবং তিনি বলেন এবার শারদীয় দূর্গা পূজা শান্তি পূর্নভাবে এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা নির্বিঘ্নে তাদের ধর্মীয় বড় উৎসব পালন করছেন। এভাবে যেন সব সময় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে যেতে পারে সেদিকে কালিহাতি প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন এবং আমি এবং আমরা আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তা দিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। ব্যারিস্টার সারাওয়াত সিরাজ সকলের কাছে তার জন্য দোয়া চায় ভবিষ্যতে যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য