সাইদুর রহমান সমীর,টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নে পশ্চিম পাকুটিয়ার জনগন রাস্তার দাবিতে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পশ্চিম পাকুটিয়ায় চারান ব্রীজ সংলগ্নে ইট ছলিং রাস্তা বন্ধ করে দিয়ে ব্রীজের কাজ চলমান থাকার কারনে,পশ্চিম পাকুটিয়ায়, এলাকাবাসীর দাবি আগে তাদের রাস্তা মেরামত করে এরপর ব্রীজের কাজ চলবে না হলে এই কাজ হতো দিব না, প্রয়োজন আমরা আমাদের জীবন দিব,আফাজ আরো বলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ করছি আমাদের প্রানের দাবি মেনে নিন,যে পর্যন্ত আমাদের এই রাস্তা মেরামত না করবেন সে পর্যন্ত ব্রীজের উপর দিয়ে কোন রকম যান-বাহন বন্ধ থাকবে। এই মানব বন্ধন সঞ্চালনা করেন শহিদ,হোসেন মাতুব্বরের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন বিএনপির কারা নির্যাতিত নেতা টাংগাইল জিয়া পরিষদের সাবেক সভাপতি আউয়াল প্রফেসর, মানব বন্ধবে আরো বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়োজিদ খান,ফারুক সহ এলাকার সর্ব সাধারণ জনগন
আউয়াল প্রফেসর পশ্চিম পাকুটিয়ার জনগণের দাবির সাথে একাত্ব ঘোষণা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার জন্য সর্ব মহলে আমি যোগাযোগ করবো এবং যাতে আপনাদের সমস্যা হয় সেদিকে সজাগ থাকবো