সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সখীপুরে এক রাতে কৃষকের ৬ গরু চুরি

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে।

গতকাল(৪ আগস্ট) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি ও যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের এ চুরির ঘটনা ঘটে। 

বহুরিয়া গ্রামের কৃষক মজিবর রহমান জানান, গতকাল রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। ভোররাতে এসে দেখেন তাঁর সব গরু চুরি হয়ে গেছে। গোয়ালঘর ও বাড়ির গেইটের তালা কেটে চোরচক্রটি একটি গাভী, দুইটি বকনা বাছুরসহ মোট তিনটি গরু চুরি করে নিয়ে যায়। একই এলাকার কৃষক আমিনুল ইসলামের গোয়াল ঘর থেকে একটি বকনা বাছুর চুরি হয়।

এদিকে একই রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি (ডাক্তারচালা) কৃষক ঘটু মিয়ার বাড়ি থেকে একটি ষাড় ও একটি গাভী চুরির ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া ৬টি গরুর মূল্য আনুমানিক সাড়ে ৫ লক্ষ টাকা। 

এ ব্যাপারে জানতে চাইলে
সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, গরু চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership