বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে “জুলাই যোদ্ধাদের সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে, বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহতদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।
২ আগষ্ট (শনিবার) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো আবেগ, প্রতিজ্ঞা ও রাজনৈতিক বার্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো তিনি বলেন,
২৪ শের জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে বুক পেতে দিয়েছিলেন, তারাই হচ্ছেন ওই সময়ের ‘জুলাই যোদ্ধা। আজ আমরা তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একত্র হয়েছি। এটা কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শহীদ, এলেংগা পৌর বিএনপির সভাপতি হারুন অর রশিদ মিনু সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।