রবিবার(৩১ আগস্ট) উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইরা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ।
নিহত হাবিব ওই এলাকার মো. লাল মিয়ার ছেলে।
পরিবারসূত্রে জানা যায়, রাতে সবার সাথে খাওয়া-দাওয়া শেষে হাবিব তার নিজের রুমে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে না উঠায় তার বাবা লাল মিয়া ডাকাডাকি করেন। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত হাবিবের বাবা লাল মিয়া জানান, রাতেও ছেলের সাথে আমার কথা হয়েছে। কেন কি কারণে এমন করলো আমি বুঝতে পারছি না।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
