মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তার বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। এর আগে সোমবার (২১ এপ্রিল) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাব্বির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি সখীপুর পৌর এলাকার মহিলা কলেজ সড়কের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করতেন।
ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়, রাতে ওই শিশুর মা তাকে ঘরে শুইয়ে রেখে পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন তার মেয়ে বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও যখন সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন থানায় জানানো হয়। এরপরে রাতেই মেয়েটি ফিরে এলে সে কোথায় ছিল জিজ্ঞেস করা হলে সাব্বির তাকে তুলে নিয়ে যায় বলে ওই শিশু তার পরিবারকে জানায়। পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ জানিয়েছেন, গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।