বুধবার, ২১ আগস্ট, ২০২৪

রাজাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের কালিহাতী উপজেলায় রাজাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নামে অনিয়ম দূর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। 

জানা যায় ২০১৩ সালে রাজাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার যোগদানের পর হতেই বিদ্যালয়টি তার নিজস্ব প্রতিষ্ঠানে রুপান্তরিত করেন।তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। শিক্ষক নিয়োগ বানিজ্যে সহ একাধিক অভিযোগর পাহাড় তার বিরুদ্ধে। 

কামরুন নাহার সাবেক এমপি সোহেল হাজারীর প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষকদের জিম্মি করে রাখেন এমন কি তিনি যে কোন শিক্ষকদের সাথে দূর ব্যবহার,অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ইচ্ছে স্বাধীন মত স্কুলে আসা-যাওয়া করতেন। 

স্কুল অডিটের নামে স্কুলের প্রত্যক শিক্ষকদের কাছ থেকে সরকারি এক মাসের বেতন তিনি কর্তন করে রাখতেন তার ভয়ে কোন শিক্ষক-শিক্ষিকা কিছু বলতে সাহস পেতেন না।বিগত তের বছর শিক্ষক, পিয়ন নিয়োগ করেন ৯জন এর বিপরীতে তিনি ৭০/এক কোটি টাকা ঘুষ গ্রহণ করে। শেখ হাসিনা সরকারের পতনের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তার বিরুদ্ধে এবং তাকে অপসারণের জন্য মানব- বন্ধন করেন।

প্রধান শিক্ষিকা কামরুন নাহারের অনিয়ম দূর্নীতি, স্বজন প্রীতি বিস্তার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে শিক্ষক কর্মচারী রা কামরুন নাহার দূর্নীতি বাজ এর বিরুদ্ধে এবং তাকে অপসারণের জন্য লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল হুসেইন এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি ছাত্রদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবো।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership