মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃ****ত্যু

পুলিশ সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাঈদ নামের এক ছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনে এক শিক্ষার্থী মারা গেছে বলে শুনেছি। তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership