শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

সখীপুরে পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাছেদ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার(২৫ জুলাই) রাত নয়টার দিকে উপজেলা পরিষদ ফটক সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সখীপুর থানা সূত্র জানিয়েছে। 

শুক্রবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাছেদ শিকদার পৌর বিএনপি ও 
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কে কোন রাজনৈতিক দলের নেতা পুলিশের কাছে এটা মূল বিষয় নয়; মূলত বাছেদ শিকদারের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership