গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার উপজেলার বড়চওনা ইউনিয়নের দারিপাকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: ফজলু মিয়া(৪২) । তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে। সে ঐ গ্রামের সামছু মিয়ার ছেলে।