শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কালিহাতীতে গরুবাহী ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে গরুবাহী ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার (১৪ জুন) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার বাগু‌টিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

নিহত ও আহতদের নাম জানা যায়নি। তবে,
আহত‌দের উদ্ধার করে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠিয়ে পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকারটি ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। পথিমধ্যে সড়কের প্রাইভেটকারটি উপজেলার বাগু‌টিয়া এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রা‌কের সাথে সংঘর্ষে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যায়। এতে আহত হ‌য় তিনজন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহত‌দের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership