বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

কালিহাতীতে রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :কালিহাতী রিপোর্টোস ইউনিটির সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দাস  পবিত্র ব্যাক্তি উদ্যাগে সাংবাদিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ৩৫ জন সাংবাদিকদের উপহার সামগ্রী নিজ হাতে তুলে দেন দাস পবিত্র। খাদ্য সামগ্রী গুলো হচ্ছে তেল,চিনি,সেমাই, পেঁয়াজ রসুন,জিরা,কিসমিস,গুড়ো দুধ সহ ১১টি সামগ্রী। 

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী রিপোর্টোস ইউনিটির সভাপতি, মনিরুজ্জামান মতিন,সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী সহ উক্ত ইউনিট ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য বৃন্দ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership