টাঙ্গাইলে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গ্লোবাল ফ্যাটি লিভার ডে ২০২৪ উদযাপন হয়েছে। লিভারের জটিলতা থেকে সুস্থ থাকার জন্য (Act now, screen today) অর্থাৎ "এখনই পদক্ষেপ নিন, পরীক্ষা করান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এর উপ- পরিচালক ডাক্তার খন্দকার সাদিকুর রহমান ও বিশিষ্ট গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার পরশ্উল্লাহ এর তত্ত্বাবধানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস্ এর সহযোগিতায় গ্লোবাল ফ্যাটি লিভার ডে ২০২৪ পালন করা হয়।
সোমবার (১০জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এর অন্যান্য বিভাগেরও বিশেষজ্ঞ চিকিৎগণ উপস্থিত ছিলেন।
ফ্যাটি লিভার ডিজিজ হল লিভারের চর্বি জমা রোগ। যদি লিভারে শতকরা ৫% এর অধিক চর্বি জমে তাহলে তাকে ফ্যাটি লিভার বলে। এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বব্যাপী শতকরা ৩০ জন মানুষ এ রোগে আক্রান্ত, দক্ষিণ এশিয়ার শতকরা ৩৩ শতাংশ এবং বাংলাদেশের প্রায় ১৮ থেকে ৩৪ শতাংশ এ রোগে আক্রান্ত। সাধারণত এ রোগে আক্রান্তরা উপসর্গ বিহীন থাকে।
রুটিন চেকআপ করার সময় বা পেটের আল্ট্রাসনোগ্রাম করার সময় এটি ধরা পড়ে। এটি কনফার্ম করতে হলে লিভার থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, তবে ফ্রাইব্রোস্ক্যান নামক পরীক্ষাতেও এটি ধরা যায়। এই রোগের চিকিৎসার জন্য সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত শারীরিক ব্যায়াম-ই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু ওষুধ রয়েছে যা লিভারের চর্বি কমাতে সাহায্য করে।