বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগা‌নে টাঙ্গাইলের সখীপুরে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। 

 দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক অনুষ্ঠানটি বৃহস্পতিবার শেষ হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মো. আ. রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী। 

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠেয় বিতর্ক প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার প্রমুখ। 

৮টি বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। অতিথিরা বিজীয় ও বিজিতদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership