শনিবার, ২৫ মে, ২০২৪

সখীপুরে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের মাওনা মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আব্বাস আলী (৬৫) এবং তাঁর স্ত্রী হাজেরা বেগম (৫০)। 

তাঁরা উপজেলার কালমেঘা বোর্ড বাজার এলাকার বাসিন্দা। আজ শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস আলী-হাজেরা বেগম গতকাল রাতে তাঁদের নাতনিকে দেখতে কালমেঘা থেকে গাজীপুর যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা মাস্টার বাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন। পরে পরিবারের লোকজন তাঁদের মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি নিয়ে যায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। এ কারণে থানা-পুলিশ না করেই আজ দুপুরে লাশ দাফন করা হয়েছে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘দুর্ঘটনাস্থল অন্য থানায় হওয়ায় এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।’ 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership