শনিবার, ১৮ মে, ২০২৪

নাগরপুরে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে গত ৪মে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী শিক্ষক নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। 

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধার সন্তান হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সঞ্চালনায় নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক ও নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, মিডিয়া সম্পাদক জি এম শামীম সুমন, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. বজলুর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক মো. রকিবুল ইসলাম রিপন, সহ সম্পাদক(মহিলা) মরিয়ম খান মিলন, শিক্ষক নেতা নুর মোহাম্মদ বাবু প্রমুখ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ ও নাগরপুর উপজেলার সাবেক এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনের মাননীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য প্রতিমন্ত্রীর নাগরপুরস্থ বাসভবনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠান শেষে সম্মানিত শিক্ষক ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় মাননীয় বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের কনিষ্ঠ ভ্রাতা ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্নাসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership