রবিবার, ১২ মে, ২০২৪

টাঙ্গাইলে সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সাইদুর রহমান সমীর,  টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

আলোচনা সভায় ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার প্রশন কান্তি পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমীন মিঞা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, জেলা একাউন্টস সুপার জামিল খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস, প্রফেসর আফাস উদ্দিন, যুব উন্নযন কর্মকর্ত গোলাম মোস্তফা, 

যুব উন্নয়ন প্রশিক্ষণ কো অরডিনেট মোজাম্মেল হক খান, জেলা একাউন্টাস অফিস সুপার ইউসুফ আলী, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার কার্যালয়ের অডিটর মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, ইকবাল হোসেন, আশরাফ, রেজভী, রেহেনা

এসময় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership