বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে আর নেই

সাইদুর রহমান সমীর, টাংগাইলে প্রতিনিধি : 'এত সুর আর এত গান, যদি কোন দিন থেমে যায় সেই দিন তুমিওতো ওগো ভুলে যাবে যে আমায়...।' 'ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা..।'  ‌

হাট-বাজার, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বাসস্ট্যান্ডে মানুষকে এমন গানগুলো শুনিয়ে রোজগার করা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের উত্তর বাগুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জয় লাভ করলেও জীবন যুদ্ধে পরাজিত হওয়া এই বীর মুক্তিযোদ্ধার ঠিক তার গানের কথার মতো তার সুর যেন থেমে গেল। 

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বুধবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership