সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চলছে শিক্ষার্থীদের ক্লাস

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল-কলেজ সাতদিন বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অথচ সেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই টাঙ্গাইলের সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের ক্লাসসহ নানা কার্যক্রম চালু রেখেছে।

২১ এপ্রিল, রবিবার সকালে শহরের বিশ্বাস বেতকা সুপারী বাগান এলাকায় অবস্থিত সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এমন চিত্র দেখা মিলে।

তবে বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে এজন্য বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ রেখেই চালানো হচ্ছে ক্লাসের কার্যক্রম। কর্তৃপক্ষ বলছেন অল্প সময়ের মধ্যে নিষেধাজ্ঞা পাওয়ায় তারা নোটিশ দিতে সময় পাননি।

আর অভিভাবকরা বলছেন, সেখানে সকল স্কুল কলেজ বন্ধ রাখার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদেরও এই নিষেধাজ্ঞা মেনে চলা উচিত। শিক্ষার্থীরা জানায়, ক্লাস চালু থাকায় তারা স্কুলে আসতে বাধ্য হয়েছে।

সৃষ্টি স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, আমরা নোটিশটি পাওয়ার পর ছাত্রদের জানাতে পারিনি। সকালে যারা এসেছিল তাদের পরীক্ষা নিয়েছি, পরে স্কুলে নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.