শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৯মার্চ, শনিবার বিকাল ৫:০০ টায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও যাদু প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা অ্যডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট গোলাম মোস্তফা মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কবি শামসুজ্জামান জামান, আল রুহি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সিদ্দিকী (নিপু) ও সাধারণ সম্পাদক এরফানুজ্জামান (রুনু)সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও অভিভাবকবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামী প্রজন্মের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। আর, এ জন্য শিশুদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোসহ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ ও শৌর্যবীর্য এবং বীরত্বগাঁথা তুলে ধরতে হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership