শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

সখীপুরে ইউপি চেয়ারম্যানের সহধর্মিণীর অকাল মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন খানের সহধর্মিনী মোসা: কাকলী আক্তারের অকাল মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(৯মার্চ) উপজেলা হলরুমে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখীপুর উপজেলার জনপ্রতিনিধি ফোরামের সভাপতি জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সাইদ আজাদ, 
 উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, জেলা পরিষদের সদস্য আনোয়ার তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, হঠাৎ আমার সহধর্মিণীকে হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমাদের সহধর্মিনীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership