বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

সখীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ও পদত্যাগ দাবি

টাঙ্গাইলের সখীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে পদত্যাগের দাবি জানিয়েছে এলাকাবাসী।

উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে অবাধ দূর্নীতি, বিদ্যালয় পরিচালনায় খামখেয়ালিপনা সহ নানা অভিযোগ উঠিয়েছে এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী গত কয়েকদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে।
আজ বৃহস্পতিবার(২১ মার্চ) একটি প্রতিনিধি দল উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম স্কুল ভবনে বিশেষ ক্লাসের নামে বাধ্যতামূলক কোচিং, কোচিং না করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া, শিক্ষার্থীদের কাছ থেকে জিম্মি করে টাকা আদায়, পরীক্ষাগার থাকা সত্ত্বেও কোন প্রকার ব্যবহারিক ক্লাস না করানো, স্কুলের অবকাঠামো উন্নয়নের নামে টাকা আত্মসাৎ ও বিভিন্ন প্রকার ফি'র নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ নানা অন্যায় অনিয়মের সাথে জড়িত। 

তবে এসব অনিয়মের কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম। তিনি বলেন, কিছু বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি ছিল। আজ স্কুলে আলোচনার মাধ্যমে তা সমাধান করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 সবকিছু বিচার-বিশ্লেষণ করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একই সাথে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.