শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

সখীপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো ব্যবসায়ীর স্বপ্ন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 
শুক্রবার(২ ফেব্রুয়ারী) উপজেলার পৌর এলাকার সরকারী মুজিব কলেজ মোড়ে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৮-১০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দোকানের মালিক মো: গফুর মিয়া জানান স্থানীয় খলিলুর রহমানের ১০ টি রুম ভাড়া নিয়ে প্লাস্টিক (ভাঙারির) ব্যবসা শুরু করেছিলাম। দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দৌড়ে এসে দেখি প্রায় সম্পূর্ণ দোকান পুড়ে গেছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সখীপুর ফায়ার সার্ভিস।

ব্যবসায়ী গফুর মিয়া জানান,আমি বিভিন্ন সংস্থা থেকে ৩ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। এছাড়া প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় পৌর কাউন্সিলর ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ বিষয়ে সখীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা বোরহান উদ্দিন জানান,খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
০২-০২-২০২৪

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership