সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :টাংগাইলের কালিহাতী উপজেলায় সিংগাইর,বল্লা বি,এন,এস ইটভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে লাকড়ি পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে অবাধে পুরানো হচ্ছে লাকড়ি। এর কারনে পরিবেশ দূষিত হচ্ছে জনজীবনে এর প্রভাবে পড়ছে এবং নানাবিধ রোগে ভুগছে ওই এলাকার লোকজন। সরেজমিনে দেখা যায়, বি,এন,এস ইটভাটার পাশেই রয়েছে ফসিল জমি এবং সারি সারি লাকড়ির স্তুপ এতে করে গাছপালা কাটার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।বি,এন,এস ইটভাটার প্রোপাইটার নাছির ও সজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি উপরের মহলে সবাই কে ম্যানেজ করে আমি আমার ইটভাটার ব্যবসা করছি তাই আপনি পেপার পত্রিকায় খবর প্রকাশ করেও আমার কিছু করতে পারবেন না। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চাচ্ছে এলাকার সুশীল সমাজ।
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য