মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

কালিহাতীতে দুই রাইস মিল মালিককে জরিমানা

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।


অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।


এসময় কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিসকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল এন্ড রাইস মিল মালিক লংকেশ্বর কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা এবং অবৈধ মজুদের অপরাধে ২ মিল মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.