রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সখীপুরে গুড নেইবারস' র উদ্যোগে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস বাংলাদেশ', সখীপুর সিডিপি'র উদ্যোগে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপি) কার্যালয়ে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। 

উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরেন। 

সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্ণা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইবুর রহমান, সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের শিক্ষক সাখাওয়াত হোসেন,সখীপুর পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজের শিক্ষক মধুসূধন, ওয়াদুদ হোসেন, লাকী আক্তার, সোহেল রজত প্রমুখ। 

আলোচনা সভা শেষে সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সখীপুর পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হয়েছে জিএনবি সখীপুর আশা বালিকা বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।



সোহেল রজত 
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
১১-১২-২০২৩

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership