Breaking News

সখীপুরে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের টিউশন ফি বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস বাংলাদেশ', সখীপুর সিডিপি'র উদ্যোগে ২০২৩ সালের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি সহায়তা প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত  গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপি) কার্যালয়ে এ টিউশন ফি প্রদান করা হয়।  

শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে ২০২৩ সালের এইচএসসি পড়ুয়া ১৫ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে মোট  ৩০ হাজার টাকার টিউশন ফি প্রদান করা হয়।
সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে  সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্ণা খাতুনের সঞ্চালনায়  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার (প্যানেল চেয়ারম্যান) মো: মজিবর রহমান, সাংবাদিক সোহেল রজত প্রমুখ।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম জানান, গুড নেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপির স্পন্সর শিশুদের আওতায় এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে ১৫ জন শিক্ষার্থীকে ২ হাজার করে মোট ৩০ হাজার টাকা টিউশন ফি সহায়তা প্রদান করা হয়েছে।

Type and hit Enter to search

Close