শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

কালিহাতী তে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পর দিন ফয়সাল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধলাটেংগর দক্ষিণপাড় নির্জন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফয়সাল উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের রমজান আলীর ছেলে।

নিহতের বাবা রমজান আলী জানান, শুক্রবার রাত ৭টার পর বাড়ির সামনে দোকান থেকে ফয়সাল বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় ফয়সালকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে শনিবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী গ্রাম ধলাটেংগর দক্ষিণপাড় নির্জন স্থানে ফয়সালের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, খবর পেয়ে ফয়সাল লাশ উপজেলার ধলাটেংগর দক্ষিণপাড় নির্জন স্থানে থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার অপরাধ শরফুদ্দীন জানান অপরাধীরা নির্জন স্থানে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতিদ্রুত এ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership