Breaking News

সখীপুরে একসঙ্গে ৭ টি রাস্তার উদ্বোধন করলেন এমপি জোয়াহেরুল ইসলাম

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা বাজারে আজ বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের সাতটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। 

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফের সভাপতিত্বে রাস্তার  উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর -বাসাইলের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম।

সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা রাজিক, প্রিন্সিপাল আলীম মাহমুদ, সহ সভাপতি একেএম আতিকুর রহমান আতোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না , সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ ,ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এসএম সাইফুল ইসলাম শাফলু,সফিকুল আলম তুষার আহমেদ, সোহেল রানা প্রমুখ। 

এসময় বক্তারা এমপি সাহেবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  আবারও এমপি জোয়াহেরুল ইসলামের মনোনয়ন দাবি করেন। 

Type and hit Enter to search

Close