রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইল শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপরে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে মোছা. ওয়াছেনা আক্তার ও মো. জাহাঙ্গীরের ছেলে মো. রিহান মিয়া। মো. ওয়াহাব ও মো. জাহাঙ্গীর সম্পর্কে খালাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার জানান, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলেন। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

তাদেরকে বাড়ির সদস্যরা খোঁজাখুজির এ পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership