বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কালিহাতীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
‘ যুক্তিতেই মুক্তি’ স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে । বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ।

উদ্বোধনী বিতর্ক প্রতিযোগীতায় জনসংখ্যা সমস্যায়ই বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় বিষয় নিয়ে পক্ষে যমুনা কলেজ, হাতিয়া ও বিপক্ষে লুৎফর রহমান মতিন মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় লাভ করে। প্রতিযোগিতায় মোট ৯টি কলেজ অংশগ্রহণ করছে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী , ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership