Breaking News

বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের প্রতিরোধ মিছিল

দেশব্যাপী বিএনপি জামায়াতের অশুভ শক্তির অগ্নি- সন্ত্রাস,  নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে 
প্রতিরোধ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার(১৩ নভেম্বর) সকালে টাংগাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান এর নেতৃত্বে এ প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এসময় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার,  
শহর ছাত্রলীগ সভাপতি মীর ওয়াছেদুল হক তাঞ্জিল, টাঙ্গাইল টেক্সটাইল কলেজ ছাত্রলীগ এর সভাপতি আকাশ আহমদ সূর্য,পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মোক্তার হোসেন,  সরকারি এম এম আলী কলেজ ছাত্রলীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের সদস্য পরশ মিয়া,  সরকারি সা'দত কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় সহ জেলা ছাত্রলীগের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রলীগ সম্পাদক ইলিয়াস হাসান জানান, দেশের মানুষ বিএনপি জামায়াতের দেওয়া হরতাল, অবরোধ প্রত্যাখ্যান করেছে। এসময় তিনি আরো জানান, অবরোধের সময় টাঙ্গাইলের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

Type and hit Enter to search

Close