Breaking News

ভিপি জোয়াহেরকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি উপজেলা যুবলীগের

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল (৮)বাসাইল-সখীপুরের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলামকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন সখীপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
গতকাল(২৬ অক্টোবর) সখীপুর উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় এ দাবি জানান দলটির সভাপতি,সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
বর্ধিত সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিপি জোয়াহেরের বিকল্প নেই। তাই তাকেই আমরা নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। 
উপজেলা যুবলীগের সিনিয়র আহ্বায়ক আলমাস আজাদ তার বক্তব্যে বলেন, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে তাই আগামী নির্বাচনেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আর সেই লক্ষ্যেই বর্তমান সাংসদ ভিপি জোয়াহেরকে আমাদের বিশেষ প্রয়োজন।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা একজন সৎ, দক্ষ সংগঠক কে কামনা করি এবং সেজন্যই ভিপি জোয়াহেরকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য রেজুলেশন করা হোক, যা খুব শীঘ্রই আমরা কেন্দ্রীয় যুবলীগ অফিস কেন্দ্রীয় আওয়ামীলীগের অফিসসহ প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিব।

Type and hit Enter to search

Close