Breaking News

সখীপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ(২৭ অক্টোবর) টাঙ্গাইল ডিবি(উত্তর) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শামীম আল মামুনের(২৯) বাড়ি উপজেলার যাদবপুর গ্রামে। সে ঐ এলাকার শফিকুল ইসলাম গিট্টুর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, সখীপুর উপজেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Type and hit Enter to search

Close