সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

সখীপুরে মৌমাছির কামড়ে কৃষক আহত

টাঙ্গাইলের সখীপুরে মৌমাছির কামড় থেকে গরু বাঁচাতে গিয়ে চারটি গরুসহ এক কৃষক আহত হয়েছেন। 

রবিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ময়থাচালা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শে আহত চারটি গরু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কৃষক মো. শাহজাহান বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশে অনাবাদি জমিতে খুঁটির সাথে চারটি গরু বেঁধে রাখা হয়।দুপুরে দিকে গরুগুলো বাড়িতে নিতে গেলে আকস্মিক ভাবে মৌমাছির ঝাক উড়ে এসে গরুর উপর আক্রমণ করে। 

গরু বাাঁচেত গিয়ে কৃষক শাহজাহান আহত হয়। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে গরুসহ ওই কৃষককে উদ্ধার করেন।

মো. শাহজাহান মিয়া বলেন, মৌমাছির কামড়ে চারটি গরুই গুরুতর আহত হয়েছে। 
আমাকেও ৭-৮ জায়গায় কামড় দিছে। এখন ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা চলছে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership