এদিকে দিনব্যাপী হরতালের কোনো কার্যক্রম চোখে না পড়লেও রোববার বিকেলে মোখতার ফোয়ারা চত্বরে হরতাল বিরোধী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, আতিকুর রহমান বুলবুল, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, কেবিএম রুহুল আমীন, আহাম্মদ আলী মিঞা, আনছার আলী আসিফ, এমএ সবুর প্রমুখ বক্তব্য দেন।
Social Footer