বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ফেনসিডিলসহ জনতার হাতে পুলিশ সদস্য আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া সড়কে ফেনসিডিল বেচাকেনার করার সময় সাজ্জাদ হোসেন নামে রামগড় থানার এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে বাগানবাজার ইউনিয়ন পরিষদে তাকে হস্তান্তর করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটক পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন (স্টাফ নং- ১৬৯৪) নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে।১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, ‘রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ সদস্যকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে পরিষদে হস্তান্তর করে স্থানীয়রা। পরে আমি পুলিশকে খবর দেই।’

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সে মঙ্গলবার রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি আমি কিছু জানি না।’

ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ১৪ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তারভীরকে (২৬) তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.