টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস্ বাংলাদেশ' সখীপুর সিডিপি'র উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সখীপুর পিএম পাইলট (গভঃ) স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক পর্যায়ে উপজেলার বাছাইকৃত ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৬০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে মেধা তালিকার শীর্ষে ৯০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। মেধা তালিকায় শীর্ষ ৫ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ী ৫জন জাতীয় পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ইংরেজি বিষয়ে পারদর্শী করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম । এছাড়াও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমডি হারুন-অর-রশিদ, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন ও সিডিপি প্রোগ্রাম অফিসার ঝর্ণা খাতুন প্রমুখ।
সোহেল রজত
সখীপুর প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
০৯/১০/২০২৩
Social Footer