রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি হত্যার বিচার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর হত্যার বিচার ২৮ বছরেও শেষ হয়নি। হত্যার বিচার না হওয়া শাহাদাতবার্ষিকীতে অত্যন্ত দুঃখজনক মর্মাহত জনিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ও এলাকাবাসী।
রোববার ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে শহীদ শফি সিদ্দিকী কবরে পুষ্পার্ঘ অর্পণ, কালো ব্যাজ ধারণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

টাঙ্গাইলের তুখোড় ছাত্রনেতা শফি সিদ্দিকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও আওয়ামী নেতা আবু নাসের। এ সময় আওয়ামী লীগ নেতারা তার ভক্ত-অনুসারীদের নিয়ে শফি সিদ্দিকীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
রোববার সকালে কালিহাতীতে শফি সিদ্দিকীর ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালিহাতীর পাথালিয়ায় ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকী কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ হয়। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তৎকালীন সময়ের জেলার তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
২৮ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি হত্যার বিচর। এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক তুহিন, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার, আব্দুল কাদের প্রমুখ।

সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শফি সিদ্দিকীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন হত্যার সুষ্ঠু বিচার হলেই কেবল শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে। আশা করছি হত্যার সঠিক বিচার পাব।

শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভাটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.