INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সখীপুরে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সখীপুরে র‍্যালি ও আলোচনা সভা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গুড নেইবারস বাংলাদেশ, সখীপুর সিডিপির আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষরতা দিবসের আলোচনা সভা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম। 

গুড নেইবারস সখীপুর সিডিপির সিনিয়র অফিসার ঝর্ণা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) মো: মজিবর রহমান, গুড নেইবারস আশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবন্য আক্তার বক্তব্য দেন। 
এসময় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত বেশী সভ্য ও উন্নত। তাই আমাদেরকে যার যার অবস্থান থেকে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা পানল করতে হবে।
উল্লেখ্য, ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
০৭/০৯/২০২৩