মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সখীপুর সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে জাতীয় শোকদিবস পালিত

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সখীপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী এ দিবস পালন করা হয়।
সখীপুর সাব- রেজিস্ট্রি অফিস এবং দলিল লেখক ও স্ট্র্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‍্যালি, দোয়া মাহফিল কাঙ্গালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখক ও স্ট্র্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম। এছাড়াও দলিল লেখক ও স্ট্র্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির সাবেক সভাপতি মীর গোলাম হোসেন, দুলাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, এম এ লতিফ মিন্টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.