INFO Breaking
Live
wb_sunny

Breaking News

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে অভিমান করে অঞ্জনা মালো (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী পৌরসভার শিবু সাহার বাড়ি থেকে তার মরদেহ উদ্বার করে পুলিশ।

অঞ্জনা মালো পৌরসভার কামারগ্রামের শিবু সাহার স্ত্রী ও একই এলাকার সোতাশীগ্রামের মৃত গোবিন্দ মালোর মেয়ে।

পরিবার ও থানা পুলিশ জানায়, স্বামীর সঙ্গে অভিমানের বশবর্তী হয়ে গৃহবধূ অঞ্জনা শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করে।বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় সৎকারের জন্য তাদের জিম্মায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।