সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সখীপুরে রাস্তার পাশ থেকে কিশোরীর লাশ উদ্ধার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আলমিনা(১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার(১৩ আগস্ট) উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকায় একটি পোল্ট্রি ফার্মের পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমিনা ঐ এলাকার আলহাজ্ব মিয়ার মেয়ে।
সরেজমিনে জানা যায়, রবিবার সকাল থেকেই আলমিনাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে তার পরিবার। দুপুরের পরে এলাকায় মাইকিং করে তার নিখোঁজের বিষয়টি জানানো হয়। 
সন্ধ্যার আগে ঐ পোল্ট্রি ফার্মের মালিক মুক্তার আলী লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন সখীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের দাদা আ: আব্দুল আজিজ মিয়া জানান, আলমিনার কিছু মানসিক সমস্যা ছিল। কিন্তু চিকিৎসা নিয়ে বর্তমানে সে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল। এসময় পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেন।

এ ঘটনায় সখীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।  নিহতের ডান পায়ে একটি ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
১৪-০৮-২০২৩

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership