টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধায় সখীপুর প্রেসক্লাব এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে সহসভাপতি তাইবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু, মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, নজরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রিমন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সোহেল রজত, জাহিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।