INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে বটতলা ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের চাল বিতরণ

টাঙ্গাইলে বটতলা ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের চাল বিতরণ

মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫আগস্ট, মঙ্গলবার সকাল ১১টায় শহরের বটতলা মোড়ে শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ কর্মসূচী পালন করেছে টাঙ্গাইলের বটতলা ক্লাব।

ক্লাবের সভাপতি শাকিল আহসান শান্তর সভাপতিত্বে ও টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক শাহ্ জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস দাদু ভাই, 

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। 

দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ শেষে গণভোজ অনুষ্ঠিত হয়। বটতলা ক্লাব টাঙ্গাইলের আয়োজনে উক্ত কর্মসূচি সমূহে সার্বিক সহযোগিতা প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েল।