দেলদুয়ার
দেলদুয়ারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে দেলদুয়ার উপজেলার শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট শনিবার সকাল ১১টায় দেলদুয়ার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন 'নাগরপুর-দেলদুয়ার' এর মাননীয় সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটু এমপি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফারহানা আলী, উপজেলা নির্বাহী অফিসার দেলদুয়ার। কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), দেলদুয়ার। মোঃ ফজলুল হক, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ,
দেলদুয়ার। এস এম এহসানুল হক সুমন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেলদুয়ার। এস প্রতাপ মুকুল, সিনিয়র সহ সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, দেলদুয়ার। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ হুমায়ূন কবির, নির্বাহী সাধারণ সম্পাদক বাশিরুল ইসলাম, সিঃযুগ্ম-সম্পাদক আল মামুন খান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন মিল্টন, নাগরপুর উপজেলা শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, দেলদুয়ার উপজেলা শাখার সদ্য নির্বাচিত সভাপতি মিজানুর রহমান আসলাম, নির্বাহী সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আমির হামজা, নির্বাহী সাধারণ সম্পাদক আল মামুন মিয়াসহ দেলদুয়ার উপজেলার শিক্ষক নেতা রথীন্দ্রনাথ কাজল, মনিরুল ইসলাম, আশরাফুন্নাহার সূচি প্রমুখ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক, অর্থ সম্পাদক আনিসুর রহমান, আইসিটি সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, যোগাযোগ সম্পাদক আব্দুল মান্নান,
ধর্ম সম্পাদক মোঃ শামীম আল মামুন, সহ-আন্তর্জাতিক সম্পাদক সেলিম আল মামুন, সহ-দপ্তর সম্পাদক সুমি শিকদার, সদস্য শরিফুল হক মোজাম্মেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাকসুদ আলী খান, নির্বাহী সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, কল্যান ট্রাস্ট সম্পাদক জায়েদুর রহমান তুহিন, মহিলা বিষয়ক সহ-সম্পাদক মরিয়ম খানসহ বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ।